1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভেসে গেছে ঘের, নিঃস্ব কক্সবাজারের মাছ চাষীরা - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
মনিরামপুর-কেশবপুরসহ যেসব উপজেলায় চলছে ভোটগ্রহণ কালীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫ মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ মেগাস্টার শাকিবের ‘তুফান’ ঝড়ে বাংলাদেশ সাকিব-মোস্তাফিজ-সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশের দল ঘোষণা তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি রাজধানীসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো আরও এক দেশ অ্যাস্ট্রাজেনেকায় স্বাস্থ্যঝুঁকি আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী রাতে ঝড়ের কারণে কিছু জায়গায় ভোটার উপস্থিতি কম: ইসি সচিব

ভেসে গেছে ঘের, নিঃস্ব কক্সবাজারের মাছ চাষীরা

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন অনেকটাই নিঃস্ব কক্সবাজারের মাছ চাষীরা। তাদের জীবিকার একমাত্র অবলম্বন প্রায় ২৭ হাজার একর মাছের ঘের ভেসে যাওয়ায় এসব মাছ চাষীদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। এদিকে, ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কোন প্রণোদনা বা বরাদ্দ নেই বলে জানিয়েছে মৎস্য অফিস।

এবারের বন্যার পর কক্সবাজারের নিম্নাঞ্চলের চিত্র এখন অনেকটাই এমন, বিস্তীর্ণ এলাকা যেনো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

বন্যার পানিতে ভেসে গেছে চকরিয়া ও পেকুয়ার ২৭ হাজার একর চিংড়ি ঘেরের মাছ। শুধু মাছের ঘেরই নয়, ভয়াবহ বন্যায় হাজার হাজার একর ফসলি জমি, ও বীজতলা সব শেষ। যা দিয়ে পুরো বছরের জীবন জীবিকা চলতো অনেক পরিবারের। কিন্তু, মৎস্য চাষীদের এমন ব্যাপক ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণ করলেও, কোনো প্রণোদনা বরাদ্দ নেই।

কক্সবাজারের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারহান তাজিম এ প্রসঙ্গে বলেন, এরকম দুর্যোগ পরবর্তী বরাদ্দ সাধারণত আমাদের কমই থাকে। তারপরও আমরা চেষ্টা করছি যাতে কোনভাবে চাষীদের ক্ষতি পুষিয়ে দেয়া যায়।

আর, চাষীদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এ প্রসঙ্গে বলেন, দেশের অনেক জায়গায়ই তো ক্ষতিগ্রস্থরা প্রণোদনা পেয়েছেন। আমিও আমার এলাকার চাষীদের ক্ষতিপূরণের দাবি জানাবো।

উল্লেখ্য, সরকারি হিসাব অনুযায়ী এবারের বন্যায় কক্সবাজারে প্রায় ১৬ হাজার হেক্টর ফসলি জমি এবং শত কিলোমিটার সড়ক ও ৪৭ টি ব্রিজ/কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:২১)
  • ৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
230
3536676
Total Visitors