1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে ডেঙ্গু রোগীর চিকিৎসায় ১০০ ব্যাগ ইঞ্জেক্টেবল স্যালাইন হস্তান্তর - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

যশোরে ডেঙ্গু রোগীর চিকিৎসায় ১০০ ব্যাগ ইঞ্জেক্টেবল স্যালাইন হস্তান্তর

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :যশোরের সরকারি হাসপাতালে ইঞ্জেক্টেবল স্যালাইনে সংকট রয়েছে। ফার্মেসিতে কিনতে গেলেও স্যালাইন মিলছে না। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য স্বজনরা নরমাল স্যালাইন (এনএস) সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে রোগীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। রোববার সিভিল সার্জনের মাধ্যমে ডেঙ্গু রোগীর জন্য এক লাখ মিলিলিটার (১০০ ব্যাগ) ইনজেক্টবেল স্যালাইন হস্তান্তর করা হয়।

সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ^াস। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আবদুস সামাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। আরও বক্তব্য রাখেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ডেঙ্গু রোগীর চিকিৎসায় বিনামূল্যে স্যালাইন সরবরাহ করলো। একশ’ পিস স্যালাইনে অন্তত একশ’ রোগীর চিকিৎসায় সহায়ক হবে। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সংকটে দরিদ্র মানুষের উপকার হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতাই পারে ডেঙ্গু আক্রান্তের হার কমাতে। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে কাজ করতে হবে।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, আজ ১০০ ব্যাগ নরমাল স্যালাইন হস্তান্তর করা হলো। এগুলো একক কোন দোকান কিংবা একটি কোম্পানি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি। আইডিয়ার স্বেচ্ছাসেবকরা সারা শহর ছুটে বেড়িয়ে সংগ্রহ করেছে। আমাদের অল্প অল্প জমানো টাকা দিয়ে আমরা সংগঠন থেকে এমন একটি উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা করেছি। সমাজের বিত্তবানরা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে বিপদ আমরা মোকাবিলা করতে পারবো।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:১৯)
  • ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
188
3783200
Total Visitors