নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গায় এক অজ্ঞাত নারীকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তার মরদেহ মহাসড়কের উপর পড়ে থাকলে তার ওপর দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। এতে ওই নারীর মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহের কয়েকটি অংশ ও জামা কাপড় উদ্ধার করে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। একটি গাড়ি বেপরোয়া গতিতে ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মরদেহ মহাসড়কের উপর পড়ে থাকার কারণে তার শরীরের ওপর দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। এতে লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, নারীর পরণে সাদা-কালো রং মিশ্রিত প্রিন্টের সালোয়ার ও কালো রঙের কামিজ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।