যশোর প্রতিনিধি : যশোরে বহু বিতর্কিত চৌগাছা থানার ওসি পায়েল হোসেন কে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে৷ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রুহুল আমীনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।
পায়েল হোসেনের বিরুদ্ধে থানার প্রাচীরের মধ্যে নিজ বাংলোতে টর্চার সেল পরিচালনা, ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগের প্রেক্ষিতে আজ রবিবার (২৯ ডিসেম্বর) তাঁকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।
তার বিরুদ্ধে গঠন হওয়া তদন্ত কমিটিকে আগামি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে সত্যতা মিললে বিভাগীয় মামলা হবে সেখানেও সত্যতা মিললে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর -ই – আলম সিদ্দিকী।
এর আগে শনিবার থেকে এক ডিভোর্সি নারীর সঙ্গে তার অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাবের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ টিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়৷ যা দেশ জুড়ে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে। এছাড়া দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে চৌগাছা থানায় জয়েন করার মাত্র দেড় মাসের মধ্যে টর্চার সেল, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি সহ বহু বিতর্কিত কর্মকাণ্ডের লিপ্ত হয়ে তুমুল সমালোচিত হয়ে উঠেছিলেন এ ওসি।
এর আগে পায়েল হোসেন রাজধানীর রমনা থানায় সাবেক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। গত ১৭ নভেম্বর তিনি চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Leave a Reply