1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
শুভ জন্মাষ্টমীতে বিপদ ডেকে আনতে না চাইলে যে কাজগুলি এড়িয়ে যাবেন? - চ্যানেল দুর্জয়
বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

শুভ জন্মাষ্টমীতে বিপদ ডেকে আনতে না চাইলে যে কাজগুলি এড়িয়ে যাবেন?

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০


উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধঃ
আজমঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। এই তিথিতেই শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলে হিন্দুধর্মে প্রচলিত বিশ্বাস। জন্মাষ্টমীর দিন কয়েকটি কাজ ভুলেও করতে নেই। এই কাজগুলি এড়িয়ে গেলে আপনার জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

আজ ১১ অগাস্ট পালিতে হচ্ছে জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গলকামনায় এবং অশুভ-অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করা থাকেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। কৃষ্ণভক্তদের কাছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম আছে। প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে জন্মাষ্টমী উদযাপন হয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এদিন উপবাস রেখে পুজো-অর্চনা করেন অনেকেই। তবে জন্মাষ্টমীতে কয়েকটা কাজ ভুলেও করবেন না। না হলে কৃষ্ণ আরাধনা করলেও বিপদ আপনার পিছু ছাড়বে না।
শ্রীকৃষ্ণ তুলসি পাতা পছন্দ করেন। তাই জন্মাষ্টমীর প্রসাদ কাউকে দেওয়ার আগে অবশ্যই তুলসি পাতা তার মধ্যে দেবেন।


স্টিল বা লোহার প্রদীপ জন্মাষ্টমীতে ব্যবহার করবেন না। শ্রীকৃষ্ণের পুজোয় তামা, পেতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন।


কৃষ্ণের পুজোয় যে ফুল ব্যবহার করবেন, তা যেন অবশ্যই টাটকা হয়। পুরনো বাসি ফুল পুজো শুরুর আগেই ঠাকুর ঘর থেকে সরিয়ে ফেলুন।


জন্মাষ্টমীতে কিন্তু পুজো শেষ হওয়ার আগে কিছু খাওয়া যাবে না। এমনকি এক কাপ চা খেলেও আপনি পুজোয় বসতে পারবেন না। যদি কিছু খেয়ে ফেলেন, তাহলে পুজোয় বসার আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে নিন।


জন্মাষ্টমীতে অবশ্যই পরিষ্কার জামা-কাপড় পরে পুজোয় বসবেন। তবে এদিন পাটবস্ত্র পরিধান করা যাবে না।


জন্মাষ্টমীতে ছোট্ট একটা রূপোর বাঁশি কিনুন। পুজোয় সময় বাঁশিটা গোপালের সামনে রেখে দিন। পুজো হয়ে গেলে নিজের পার্সে সব সময় বাঁশিটা রাখুন। এর ফলে আপনার জীবনে কোনও দিন অভাব-অনটন দেখা দেবে না।


এদিন শ্রীকৃষ্ণের প্রসাদ হিসেবে মাখন-মিছরি অবশ্যই খাবেন। এতে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে।
জন্মাষ্টমীতে কৃষ্ণ ও বলরামের মূর্তিতে রাখি বাঁধতে ভুলবেন না। এতে আপনার সংকটে আপনাকে উদ্ধার করবেন খোদ শ্রীকৃষ্ণ ও বলরাম।


জন্মাষ্টমীর পুজোয় শাঁখের মধ্যে একটু দুধ রাখুন। এতে আপনার জীবনে সুখ বিরাজ করবে।
জন্মাষ্টমীর পূণ্য লগ্নে কোনও মন্দিরে ফল ও শস্যদানা দান করুন। এর ফলে শ্রীকৃষ্ণ খুশি হবেন ও আপনার ভাগ্য ফিরে যাবে।


শ্রীকৃষ্ণ ছিলেন গোপালক। তাই জন্মাষ্টমীতে একটা গরু ও বাছুরের মূর্তি অবশ্যই ঘরে নিয়ে আসুন। এই মূর্তি আপনার দুঃখ-দুর্দশা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে।

ময়ুরের পালক শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। তাই মাথাতেও ময়ুরের পালক ধারণ করতেন তিনি। জন্মাষ্টমীর পুজোয় অবশ্যই ময়ুরের পালক ঘরে রাখবে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (সকাল ৯:৫৪)
  • ১৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
241
3713281
Total Visitors