1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মালদ্বীপে লাখো বাংলাদেশির দিন কাটছে অনাহারে-অর্ধাহারে - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

মালদ্বীপে লাখো বাংলাদেশির দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০

বিশেষ প্রতিবেদন।।

করোনাভাইরাসের কারণে মালদ্বীপে কর্মহীন হয়ে মানবেতন জীবন-যাপন করছেন ১ লাখের বেশি বাংলাদেশি। বেতন না পাওয়ায় অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। দেশটির সরকারও কোনো সহায়তা করছে না। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সময় সংবাদকে জানান, সংকট সমাধানে দেশটিতে আরও খাদ্য সহায়তা দেয়া হবে, এছাড়া দেশে ফিরিয়ে আনা হবে শ্রমিকদের।

করোনার প্রভাবে মালদ্বীপে পর্যটন ব্যবসা পুরোপুরি বন্ধ। তিন থেকে চার মাস ধরে তাই বেতন পাচ্ছেন না, দেশটিতে কর্মরত বাংলাদেশিরা। অর্থের অভাবে খাবার কিনতে না পারায়, অনেকে না খেয়েই দিন পার করছেন।
বাংলাদেশি একজন শ্রমিক বলেন, আমাদের এখানে শ্রমিকরা অনেক কষ্টে আছে। একবেলা খাচ্ছে একবেলা না খেয়ে থাকছে। এমনও লোক আছে মুড়ি খেয়ে বেঁচে আছে।

আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন তিনি যেন আমাদের দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করেন এছাড়া পরবর্তীতে আবার যেন সহজে আসতে পারি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব বলছে, দেশটিতে ৪০ হাজারের বেশি শ্রমিকের বৈধ কাগজপত্র না থাকায়, তারাই সবচেয়ে বিপদে। মহামারি কাটলেও কাজ হারানোর শঙ্কা রয়েছে।

অনেকে বৈধ হওয়ার আবেদন করেছেন, যা এখনও ঝুলন্ত। এ অবস্থায় যারা দেশে ফিরতে চান তাদের ধাপে ধাপে আনার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আমার একজন জনগণও যেন না খেয়ে থাকে এজন্য আমরা টাকা পাঠিয়েছি। কিন্তু আমরা সবাইকে একবারে আনতে পারবো না।
বর্তমানে দেশটিতে কর্মরত ১ লাখের বেশি বাংলাদেশি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ১১:১৬)
  • ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
324
3744006
Total Visitors