1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মধুমতিতে ট্রলার ডুবি- শিশু সন্তানসহ পুলিশ সদস্য নিখোঁজ। - চ্যানেল দুর্জয়
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

মধুমতিতে ট্রলার ডুবি- শিশু সন্তানসহ পুলিশ সদস্য নিখোঁজ।

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এ ঘটনায় এক পুলিশ সদস্য ও তার শিশু সন্তান নিখোঁজ রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের কোন সন্ধান পায়নি। শুক্রবার (২৮)সন্ধ্যা সাড়ে ৬ টায়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান,উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে পুলিশ সদস্য মোহাম্মদ মুসা আলী (২৮) তার পরিবারের আট সদস্যকে নিয়ে শুক্রবার বিকেলে মধুমতি নদীর ওপর নির্মানাধীন কালনা সেতুর চলমান কাজ ট্রলারে করে দেখতে যান। মাঝ নদীতে যাওয়ার পর স্রোতের তীব্রতায় ট্রলারটি নির্মাণাধীন কালনা সেতুর ছয় নং পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় মুসার স্ত্রীর কোলে থাকা পুলিশ সদস্য মুসা আলীর ১০ মাস বয়সী শিশু সন্তান নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে মুসা আলীসহ অন্য সদস্যরা নদীতে ঝাঁপিয়ে পড়েন। তীব্র স্রোত থাকার কারণে পরিবারের অন্য সদস্যরা সাঁতরিয়ে ওপরে উঠলেও মুসা আলী ও তার শিশু সন্তান নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু সময তল্লাশি চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের কোন সন্ধান পায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ থেকে ডুবুরী এনে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।এ রিপোর্ট লেখা তল্লাশি চলছিল।
উল্লেখ্য, পুলিশ সদস্য মোঃ মুসা আলী ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত রয়েছেন বলে যানা গেছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৪:৩০)
  • ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
140
3831206
Total Visitors