1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
আম্ফান-ক্ষতিগ্রস্থ এলাকায় আজ ৪৯ মিনিটে ৪৯ হাজার গাছ রোপন হবে - চ্যানেল দুর্জয়
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

আম্ফান-ক্ষতিগ্রস্থ এলাকায় আজ ৪৯ মিনিটে ৪৯ হাজার গাছ রোপন হবে

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

স্বাধীনতার ৪৯তম বছর স্মরণে ৪৯ মিনিটে ৪৯ হাজার চারা রোপণ করবে তরুণরা। আজ শুক্রবার খুলনার কয়রা উপজেলার আম্ফান-ক্ষতিগ্রস্ত এলাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিষয়টি নিয়ে আরিফ আর হোসেন দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন,

‘‘আজ আমরা যখন উইকেন্ডে বাসায় ২ দিন টানা ঘুমাতে পারব ভেবে খুশি হচ্ছি, ঠিক তখনই বাস ভর্তি করে প্রায় হাজারখানেক ছেলে-মেয়ে খুলনার আম্ফান বিধ্বস্ত কয়রা উপজেলায় যেয়ে পৌঁছেছে কাল সকালে ৪৯ হাজার গাছ নিজ হাতে লাগাবে বলে

আজ আমরা যখন বাসায় ‘আমার কোল বালিশটা কই গেলো’ বলে এদিক ওদিক খুঁজছি তখন এই ছেলে মেয়েরা ৭ টা ইউনিয়ন জুড়ে স্থানীয় স্কুলগুলোর ভিতরে কাঠের বেঞ্চে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে

আজ আমরা যখন বাসায় বসে মশা মারার ব্যাটে চার্জ কম দেখে মন খারাপ করছি তখন তারা স্কুল ঘরগুলোতে ধুপ জ্বালিয়ে হাসি মুখেই ঘুমানোর প্রস্তুত নিচ্ছে

আমি কারও সাথে কারো কম্পেয়ার করছি না… না মোটেই না

আমি জানি স্কোপ পেলে আপনিও যেতেন

এই করোনার সময় হয়ত বাসা থেকে দিবে না দেখে যাওয়া হচ্ছে না অনেকেরই

কিন্তু কিছু ছেলে-মেয়ে তারপরেও বাসায় রাজি করিয়েছে

“কে যাবে তোর সাথে?”

‘আরিফ ভাই’

“দে তোর আরিফ ভাই লোকটারে ফোন… কথা বলি”

এরকম শ-খানেক ছেলে-মেয়ের লোকাল গার্জিয়ান হয়ে আমি, চিন্তা করবেন না, খাওয়া দাওয়া- ঘুমানোর একটুও সমস্যা হবে না ওদের… এরকম একটু পর পর ফোনে বলতে হচ্ছে

কিন্তু আমি জানি কতটা কষ্ট করছে এরা

আজ রাতটা কোনভাবে কাটাতে পারলেই এরা জিতে যাবে এটা ভেবে নিয়েই এদের অনেকেই আজ বেঞ্চে শুতে যাবে

কাল সকাল নিয়ে আমিও এক্সাইটেড

প্রায় সাড়ে ৩ হাজার ভলান্টিয়ার প্রস্তুত

তাদের জন্য মাস্কও চলে এসেছে

দোয়া করি সুন্দর করে কালকের ভোরটা আসুক

কাক ডাকার আগেই কয়েকটা টিম উঠে যাবে

কাজ তো অনেক… ৪৯ হাজার গাছ লাগানো চাট্টিখানি কথা না… তাও ৪৯ মিনিটের মাঝেই

ইনশাল্লাহ এরা পারবে

নিয়ত যেহেতু ঠিক আছে, এরা পারবেই

“দেশের ৪৯ তম বছরে, দেশকে ৪৯ হাজার নতুন গাছ দিবে… দেশের মাটিকে শক্ত করবে”

নিয়ত তো খুব সিম্পল…

দোয়া করবেন যেন সব ঠিকঠাক হয়

যদিও হালকা পাতলা ঝামেলা তো হচ্ছেই

ঢাকা থেকে ফেমাস ফটোগ্রাফার প্রীত রেজা তার পুরো টিম নিয়ে এসেছে ডকুমেন্টারি করতে

খুলনা নেমেই বন মোরগের পোট্রেট তুলতে যেয়ে পিছেল সে পড়ে গেছে খাঁদে

আমরা ধরাধরি করে তাকে উঠালাম

“আরিব্বাই, সমস্যা স্যান্ডেলে, আমার মাঝে না… আমি কিন্তু ফার্মের মুরগী না …ভুল বুইঝেন না আবার”

কিছুক্ষণ আগে খবর পেলাম সে ঝোপে বাথরুম করতে যেয়ে অর্ধেক বাথরুম করার পর সামনে নাকি সাপ দেখেছে

তাও নর্মাল সাপ না… দুধরাজ ফণিমনসা সাপ

সে সেই অবস্থা থেকেই আমাকে ফোন দিয়েছে

আমি বললাম, “এটা যে দুধরাজ ফণিমনসা সাপ, এটা কেমনে বুঝলেন?”

‘গুগোল করে’

“আপনি সামনে সাপ বসায়ে রেখে গুগোল করছেন?”

সে ফিসফিস করে বলল, ‘ব্রাদার আপনি ব্যাপারটা বুঝতেসেন না… সাপ বসে নেই, বসে তো আছি আমি…আমার বাথরুম অর্ধেক হইসে… এমন সময় সাপ সামনে এসে ফনা তুলে বসে আছে… দৌড় যে দিব সে উপায়ও তো নাই… আপনি একটু প্লিজ আসেন এদিকটায়’

যাই হোক… শেষ খবর পাওয়া পর্যন্ত সাপ তাকে কিছু করেনি

দেখি বাকি রাতটা কিভাবে যায়

দোয়া করবেন এই সকল ছেলে-মেয়েদের জন্য

ইনশাল্লাহ কালকে সুন্দর ভাবে ইভেন্টটা শেষ করে সবাই যেন নিজ নিজ ঘরে নিরাপদে ফিরতে পারে, শুধু এই দোয়াটাই চাই সবার কাছে
… they r not planting just the trees, we are planting HOPE
তাই এদের সুস্থ থাকাটা দরকার খুব

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ২:০৬)
  • ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
141
3828422
Total Visitors