1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ঝালকাঠিতে বন্যায় ৩ কোটি টাকার ফসলের ক্ষতি - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা এক বিভাগ বাদে সারাদেশে চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া মারা গেছেন দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী রিকশাচালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ ডিএনসিসির রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী চৌগাছার সাপেকাটা রোগীর যশোর সদর হাসপাতালে মৃত্যু যশোরে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

ঝালকাঠিতে বন্যায় ৩ কোটি টাকার ফসলের ক্ষতি

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক :: হঠাৎ পানি বেড়ে গত ১৮ আগস্ট ঝালকাঠির নিম্নাঞ্চল তলিয়ে যায়। সপ্তাহব্যাপী পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেখা দেয় বন্যা। এতে প্রায় ৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। একই সঙ্গে জেলার আমন, শাক-সবজি, পেঁপে ও আখের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর দুই কোটি পাঁচ লাখ আট হাজার ৯৬০ টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করলেও মাঠপর্যায়ে আরও এক কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, ঝালকাঠির চার উপজেলার দুটি পৌরসভা ও ৩২ ইউনিয়নের ১৮ হাজার ৮৮১ হেক্টর জমিতে উফশী রোপা আমন বীজতলা, স্থানীয় আমন বীজতলা, শাক-সবজি, পান ও পেঁপে চাষ করা হয়েছে। এরমধ্যে ৭ হাজার ৮০০ কৃষকের ৭ হাজার ৮৩০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলার পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, আমন বীজতলার কোনো ক্ষতি হয়নি। ১৪ হাজার ২০০ হেক্টর জমির আমনের (উফশী ও স্থানীয় জাত) মধ্যে ৭ হাজার ২০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ৮৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫৮০ হেক্টর জমির শাক-সবজির মধ্যে ৪১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ৭৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ৪৮৬ হেক্টর জমির পান বরজের ১৬০ হেক্টর জমির বরজ নষ্ট হয়ে ২৬ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ৩৫০ হেক্টর জমির পেঁপের মধ্যে ৫৮ হেক্টর জমির পেঁপে নষ্ট হয়ে ২২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে এ ক্ষতির মধ্যে আখ চাষ, আমন ও উফশী আমন বীজতলার পরিসংখ্যান উল্লেখ করেনি কৃষি বিভাগ।

তৃণমূল পর্যায়ের কৃষকরা জানান, কৃষি কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন না করে ধারণানির্ভর ক্ষয়ক্ষতির পরিমাণের অনেক কম নির্ধারণ করে তালিকা করেছেন। যা বাস্ততার সঙ্গে শতভাগ মিল নেই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. ফজলুল হক বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। সরকারি প্রণোদনা বা ভর্তুকির বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে পৌঁছে দেয়া হবে। ধারণার ওপর ভিত্তি করে ক্ষতির পরিসংখ্যান যদি কোনো কর্মকর্তা করে থাকেন তাহলে প্রমাণ সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:৩২)
  • ২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
249
3350597
Total Visitors