1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, নামাজ পড়ি: প্রধানমন্ত্রী - চ্যানেল দুর্জয়
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, নামাজ পড়ি: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

প্রধনমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, নামাজ পড়ি। নিজের হাতে চা বা কফি বানিয়ে খাই।’ আজ বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের এসব কথা বলেন তিনি।

ফখরুল ইমাম জানতে চান, প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে কী খোঁজেন? এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের হাতে বিছানা গুছিয়ে রাখি। যদি ছোট বোন শেখ রেহানা থাকে, তাহলে যে আগে ওঠে সে চা বা কফি বানায়। এখন পুতুল আছে, যে আগে ওঠে সে-ই করে।’

জাতীয় সংসদে আজ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মূলতবি অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত আছেন।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব চলে। গত ৬ সেপ্টেম্বর সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে এতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ৭:১১)
  • ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
322
3284525
Total Visitors