1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভারতের পশ্চিমবঙ্গে সোমবার থেকে সব ধর্মীয় প্রতিষ্ঠান খুলে খুলে দেওয়া হচ্ছে। - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার থেকে সব ধর্মীয় প্রতিষ্ঠান খুলে খুলে দেওয়া হচ্ছে।

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০

ডেক্স রিপোর্ট।।

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার থেকে সব ধর্মীয় প্রতিষ্ঠান খুলে খুলে দেওয়া হচ্ছে। একই দিন দোকানপাট, চা বাগান ও পাটকলও খুলছে। ৮ জুন খুলবে সরকারি ও বেসরকারি অফিস।


শুক্রবার  (২৯ মে) পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এ ঘোষণা দেন।


রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুন মাস ধরে বন্ধ থাকবে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। কলকাতার নিউমার্কেটসহ পৌরসভার ৪৫টি পৌর বাজার খুলে যাবে। ৮ জুন খুলে যাবে সব সরকারি এবং বেসরকারি অফিস। ৭০ শতাংশ কর্মকর্তা ও কর্মী নিয়ে খুলবে সব দপ্তর।


মমতা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে ১০ জনের বেশি একসঙ্গে ঢুকতে পারবে না। ঢোকার সময় মুখে মাস্ক পরতে হবে। হাত স্যানিটাইজ করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ ব্যবস্থা করবে।


পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে চালু করেছে দূরপাল্লার সরকারি বাস পরিষেবা। এ ব্যাপারে মমতা বলেন, প্রতিটি বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া চলবে না। ভাড়াও বাড়ানো যাবে না। 


এই সিদ্ধান্ত মানেনি বাস–মিনিবাস মালিকরা। তাদের দাবি, এত অল্পসংখ্যক যাত্রী নিয়ে বাস চালিয়ে তাদের পক্ষ এত টাকা লোকসান দেওয়া সম্ভব নয়। এর পরই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বাসের যত আসন রয়েছে সব আসনেই এবার থেকে নিতে পারবে যাত্রী। তবে সব যাত্রীকে মাস্ক পরে উঠতে হবে। আর চালক ও টিকিট কালেক্টরকে পরতে হবে পিপিই।


মমতা জানান, সোমবার থেকে কলকাতা, হাওড়াসহ এই রাজ্যের বিভিন্ন এলাকার ফেরি সার্ভিস চালু হবে।
ভারতের চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে কাল রোববার, ৩১ মে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:২৮)
  • ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
261
3740203
Total Visitors