1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
নড়াইলের পল্লীতে দেশীয় অস্ত্র উদ্ধার। আটক-২ - চ্যানেল দুর্জয়
রবিবার, ০৫ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

নড়াইলের পল্লীতে দেশীয় অস্ত্র উদ্ধার। আটক-২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির লুটিয়া থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ দু জনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য খান হুমাযুন কবীরের মালিকানাধীন মাইগ্রাম মৌজার জমি থেকে লুটিয়া গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে শেখ হুমায়ুন কবীর টিটুর নেতৃত্বে ৬/৭ জন দুর্বৃৃত্ত গত শুক্রবার দুপুরে ১৫টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়।
এ ঘটনায় গত শনিবার বিকালে শেখ হুমায়ুন কবীর টিটু ও চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে খান হুমাযুন কবীর বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দীনের নেতৃত্বে পুলিশ গত রবিবার রাতে লুটিয়া গ্রামে আসামি শেখ হুমায়ুন কবীর টিটুসহ ফিরোজ শেখ, হাসমত শেখ ও মিজান শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১২টি সড়কি, ২টি ঢাল, ২টি রামদা, ৪টি কোচ, ছোরা ও হাতুড়ি উদ্ধার করে।

এ সময় হারুন শেখের ছেলে খায়রুল ইসলাম পলাশ ও জুলহাস মোলার ছেলে নুর আলমকে আটক করে পুলিশ।

অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত রবিবার একটি মামলা দায়ের করেছে।

পরে কেটে নেওয়া গাছও উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দীন জানান, দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (দুপুর ১২:০৭)
  • ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
253
3429749
Total Visitors