উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল জেলায় করোনায় ২৪ জন আক্রান্ত হয়েছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯৬ জন। শনাক্তের হার ১৮ দশমিক ০৪ শতাংশ। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট চার হাজার ৩২৫ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে দুই হাজার ১০৭ জন, লোহাগড়ায় এক হাজার ৪৪৯ জন ও কালিয়ায় ৭৬৯ জনের করোনা পজেটিভ । এ পর্যন্ত সুস্থ হয়েছে তিন হাজার ৪৪০ জন সুস্থ হয়েছে। এখনো পর্যন্ত ৭৮৯ জন পজেটিভ আছে। আইসোলেশনে রোগীর সংখ্যা ৭৯৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। করোনায় আ্ক্রান্ত হয়ে লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার আবু তালেব মল্লিক ও লোহাগড়ার চরমল্লিকপুর গ্রামের সুফিয়া বেগম মারা গেছেন। এরা দুই জনই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Leave a Reply