যশোরের বাঘারপাড়ায় প্রথম ধাপে ১২ থেকে ১৭ বছর বয়সী দুই হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। জন্ম-নিবন্ধন সনদের মাধ্যমে শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করে টিকা নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই কার্যক্রম শুরু করা হয়। উপজেলা স্বাস্থ্যবিভাগ টিকাদানের আয়োজনে করে।
উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ জানান, প্রথম ধাপে উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠান, কেকেআর মাধ্যমিক বিদ্যালয়, খবির-উর-রহমান কলেজ, যাদবপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, উত্তর চাঁদপুর আলিম মাদরাসা, ছোটখুদড়া আলিম মাদরাসা এবং বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় ও বন্দবিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ‘উপজেলার স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছরের সব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। টিকার দেয়ার এ কার্যক্রম পরিচালনা করছে মাধ্যমিক শিক্ষা অফিস। আমরা শুধু টিকা প্রয়োগের কাজ করছি।’
উল্লেখ্য, প্রথম ধাপে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নয়টি ও বন্দবিলা ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীরা টিকা নিয়েছে। সরকার নির্ধারিত সময় পর্যন্ত এ কার্যক্রম চলবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলায় প্রায় ২২ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।
Leave a Reply