1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
শ্রীধাম ওড়াকান্দির ধূলিমাটি বেনাপোলে শ্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের কাছে হস্তান্তর - চ্যানেল দুর্জয়
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা এক বিভাগ বাদে সারাদেশে চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া মারা গেছেন দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী রিকশাচালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ ডিএনসিসির রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী চৌগাছার সাপেকাটা রোগীর যশোর সদর হাসপাতালে মৃত্যু যশোরে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

শ্রীধাম ওড়াকান্দির ধূলিমাটি বেনাপোলে শ্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের কাছে হস্তান্তর

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০


উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদকঃ সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরনে প্রনতি জানিয়ে অবগত করছি যে, আগামী ০৫/০৮/২০২০ তারিখে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হবে এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জী উক্ত মন্দিরের শিলান্যাস করবেন।সেই লক্ষ্যে ভারতবর্ষের বিভিন্ন তীর্থের পবিত্র মাটি এবং জল সংগ্রহ করছেন ভারতবর্ষের রাম মন্দিরের কর্তৃপক্ষ।সেই ধারাকে অব্যাহত রাখতে মতুয়াচার্য শ্রী শান্তনু ঠাকুর (এম পি) কে শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পূণ্যলীলাভূমি তীর্থসম্রাট শ্রীধাম ওড়াকান্দি এবং শ্রীধাম ঠাকুর নগরের পবিত্র মাটি এবং কামনা সাগরের জল সংগ্রহ করে অযোধ্যায় কর্তৃপক্ষের নিকট প্রেরন করার জন্য আহব্বান করেন।সেই মোতাবেক গতকাল মতুয়াচার্য শ্রী শান্তনু ঠাকুর তার এ পি এস মতুয়া তনময়ের মাধ্যমে আমাকে অবগত করেন এবং আজ সকালে শ্রীধাম ওড়াকান্দিতে ঠাকুর পরিবারকে সেটা অবগত করলে মতুয়া মাতা শ্রীমতি সুর্বনা ঠাকুর ঠাকুরের পীঠস্থান অর্থাৎ আদি শ্রীশ্রী হরি মন্দিরের মাটি,বারুনী স্নানের ঘটের জল প্রদান করেন।পরেকামনা সাগরেরজল, ঠাকুরবাড়ীর কীর্তনখোলার মাটি, শ্রীশ্রী হরি মন্দিরের ধূলিবস্তু,শ্রীশ্রী গুরুচাঁদ মন্দিরের মাটি,শ্রীশ্রী হরি মন্দিরের ঘটের জল এবং শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের পাদুকা ( খড়ম) এ পূজা প্রদানের পদ্মফুল হরিধ্বনি, জয়োধ্বনি,উলুধ্বনি প্রদানের মাধ্যমে মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর এবং শ্রীশ্রী হরি মন্দিরের পূজারী আমার হাতে তুলে দেন।

সেটা আজ বিকাল ৫:০০ ঘটিকায় বেনাপোল বর্ডারে রিসিভ করতে আসেন শ্রীধাম ঠাকুরনগরের এবং সমগ্র মতুয়ার প্রানের ঠাকুর মতুয়াচার্য শ্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।এ সময় আরো উপস্থিত ছিলেন ভারত হতে আগত প্রানের দাদা, গোপাল দাস,প্রবোধ মজুমদারসহ আরো দুই দাদা।আমার সফরসঙ্গী সুজয় বিশ্বাস কাকাপ্রানের ঠাকুরের হাতে শ্রীধামের এই মাটি এবং জল তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আগামীকাল সকালে শ্রীধাম ওড়াকান্দি এবং শ্রীধাম ঠাকুরনগরের এই পবিত্র মাটি এবং কামনা সাগরের জল অযোধ্যায় পাঠাবেন মুক্তিসূর্য মতুয়াচার্য শ্রী শান্তনু ঠাকুর।

এটা শেয়ার করার জন্য আপনাদের রাতুল চরনে বিনীত প্রার্থনা করছি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ১২:৫৬)
  • ৩০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
331
3288159
Total Visitors