1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত - চ্যানেল দুর্জয়
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টা ১৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি।

ভূ‌মিকম্পের পর আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন। ‌সোমবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায়

ভূমিকম্পের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুবায়াৎ কবীর। তিনি বলেন, সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মাঝামাঝি স্থানে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ঢাকা থেকে আজকের ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ১৯৫ কিলোমিটার। তবে নিশ্চিতভাবে উৎপত্তিস্থল কোথায় পড়েছে, সেটি বলা যাচ্ছে না। কিছুদিন পূর্বে যে ভূমিকম্প হয়েছিল, সেটির পাশাপাশি এলাকায় আজকের ভূমিকম্প হয়েছে।

দুই দফা ভূকম্পনের পর আতঙ্কিত মানুষজন ভবনের বাইরে সড়কে চলে আসেন। আজ বিকেলে নগরের বারুতখানা এলাকায়

এর আগে ১৪ আগস্ট রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেটিরও উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত এলাকা বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ওই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫। ওই দিন আতঙ্কিত হয়ে অনেকেই ভবন ও বিপণিবিতান থেকে নেমে গিয়েছিলেন।

রুবায়াৎ কবীর বলেন, আজকের ভূকম্পনটি মৃদু ভূমিকম্প। সিলেট অঞ্চলে যে ‘ফল্ট’ রয়েছে, সেটি যে সক্রিয় আছে, ছোট ছোট ভূমিকম্প তার আভাস দেয়।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সিলেট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ।

সিলেট শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, তাঁদের বাসা তৃতীয় তলায় হওয়ায় ভূমিকম্প টের পেয়েছেন। ভূমিকম্প টের পেয়ে তিনি নিচতলায় নামলেও নিচতলার অনেকেই বিষয়টি টের পাননি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সন্ধ্যা ৬:২৭)
  • ২৮শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
154
3281946
Total Visitors