1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বিএনপি বোমা নিক্ষেপের পরিকল্পনা করছে : তথ্যমন্ত্রী - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :
বাড়িতে ঢুকে পড়লো কুমির, একনজর দেখতে মানুষের ঢল সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ, ২১ বাংলাদেশি আটক মাদ্রাসা সুপার’কে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মাবনবন্ধন টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মানের তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক দুই মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ চৌগাছায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বিএনপি’র মতবিনিময় চৌগাছায় প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ভারতে রপ্তানিকৃত ইলিশের দ্বিতীয় চালান যাচ্ছে আজ একাধিক খুনের নায়ক যশোরের শীর্ষ সন্ত্রাসী কিলার শামীম কোথায়? কুয়াকাটায় যশোরের তরুণীর লাশ উদ্ধার, স্বামী-কিশোরীসহ আটক ৩

বিএনপি বোমা নিক্ষেপের পরিকল্পনা করছে : তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “ভোটের দিন মোটরসাইকেলে করে পেট্রল বোমা নিক্ষেপ করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করেছে বিএনপি। তাদের এই চক্রান্ত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ও র‌্যাব পুলিশসহ প্রত্যেকটি বাহিনী ইতোমধ্যেই জেনে গেছে। সেই কারণে তাদের পক্ষে এগুলো বাস্তবায়ন করা কখনো সম্ভব হবে না।”

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “বিএনপি না কি আবার দুদিনের হরতাল ডেকেছে। তাদের এসব অকেজো হরতালকে তারা ভোঁতা রাজনৈতিক অস্ত্র বানিয়ে দিয়েছে।”

তথ্যমন্ত্রী বলেন, “গতকাল (৪ জানুয়ারি) উত্তরবঙ্গে তারা দুটি স্কুলঘর পুড়িয়েছে। যারা সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করে, অকারণে হরতাল ডাকে, মানুষকে ভীত-সন্ত্রস্ত করার অপচেষ্টা চালায়, তারা জনগণের প্রতিপক্ষ। জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিএনপির ইতিপূর্বের সব পরিকল্পনা-চক্রান্ত যেভাবে ভেস্তে গেছে, এবারও সেইভাবে ভেস্তে যাবে।”

চট্টগ্রাম-৭ আসনে নৌকার এই প্রার্থী বলেন, “রাঙ্গুনিয়া-বোয়ালখালীতে এসব দুস্কৃতকারীদের কোনো অবস্থান নাই। তারপরও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। বিএনপি আগেও হরতাল ডেকেছিল, কিন্তু দেশের মানুষ বিন্দুমাত্র সাড়া দেয়নি। বিএনপির এই হরতাল কে, কখন, কোন সময় ডাকে কেউ জানে না। এ সমস্ত হরতাল ডেকে তারা নিজেদের হাস্যকর করেছে। তাদের হরতাল একটি ভোঁতা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে।”

দেশে নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আমাদের দেশে নির্বাচন একটি উৎসব। সেই উৎসব আজকে সারা দেশজুড়ে বিরাজ করছে। আগামী রোববার জনগণের অংশগ্রহণে দেশে সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে।”

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, ইফতেখার হোসেন বাবুল, আকতার হোসেন খান, আবদুল মোনাফ সিকদার প্রমুখ।

এই বিভাগের আরো সংবাদ

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
149
4754628
Total Visitors
©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme