1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বগুড়ায় 'স্ত্রীর' শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীকে হত্যা - চ্যানেল দুর্জয়
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

বগুড়ায় ‘স্ত্রীর’ শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীকে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদকঃ ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে ও পুলিশ সূত্রে জানা যায় যে,গত ৬ আগষ্ট ২০২০ইং সকাল ৭টায় বগুড়ার গাবতলীতে ‘স্ত্রীর’ শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক হিন্দু যুবককে স্বজোড়ে গলাটিপে এবং বুকে লাথি মেরে আঘাত করে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের পার কাঁকড়া ভাঙ্গি পাড়া গ্রামের অমৃত রায় এর স্ত্রীকে পার্শবর্তী বাড়ির মোঃ এনামুল হকের ছেলে রিফাত ইসলাম (১৭) ঘটনার দিন সকাল ছয়টায় তার বাড়ির ভিতরে গিয়ে হঠাৎ পিছন দিক থেকে এসে ঝাপটে ধরে ওই নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এসময় নারীর চিৎকারে স্থানীয়রা এসে উক্ত মোঃ রিফাত ইসলামকে আটকও করে।

পরে আটকের খবর পেয়ে মোঃ রিফাত ইসলামের বাবা মোঃ এনামুল হক সহ অন্যান্যরা এসে মোঃ রিফাত ইসলামকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জোর চেষ্টা করেন। এক পর্যায়ে এই বিষয় নিয়ে তাদের মাঝে সংঘর্ষও হয় ৷

সংঘর্ষের সময় অমৃত রায়কে মোঃ এনামুল হক স্বজোরে গলাটিপে ধরে এবং বুকে প্রচন্ড আঘাত হানলে ঘটনাস্থলেই অমৃত রায় মারা যায়।

স্থানীয় দের সহায়তায় পরে এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান৷

পুলিশ এর এস আই নিরঞ্জন রায় জানায়,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি ৷ পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং মামলারও প্রস্ততি চলছে।

প্রকাশ্য দিবালোকে হত্যা এবং নারীর শ্লীলতাহানি র এই লোমহর্ষক ঘটনায় জড়িত দের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সহ অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট বিনীত ভাবে অনুরোধ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (ভোর ৫:১৫)
  • ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
274
3450256
Total Visitors