স্টাফ রিপোর্টার।। করোনাভাইরাসের টিকা নিতে হলে আগে নিবন্ধন করতে হয়। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ জানে না, কীভাবে নিবন্ধন করতে হয়। এই কারণে অনেকে টিকা নিতে পারছেন না। এতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। তবে তাদের এই দুশ্চিন্তা দূর করে দিয়েছে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন মানব কল্যাণ সংঘ’(স্বামাকস)। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন সাজু মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে বিনামূল্যে টিকার নিবন্ধন করে টিকা কার্ড প্রিন্ট করে বাড়ী পৌঁছে দিচ্ছেন। পহেলা আগস্ট থেকে সংগঠনটি এই কার্যক্রম শুরু করেছে।
এখন পর্যন্ত সংগঠনটি আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের প্রায় ৪০০ মানুষের টিকার নিবন্ধন শেষ করেছে। এতে যারা টিকা নিতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন, তাদের টিকা পাওয়ার পথ অনেকটা সহজ হয়ে গেছে। এদিকে ঘরে বসে সহজে টিকার নিবন্ধন করতে পারায় এলাকার লোকজন স্বাধীন মানব কল্যাণ সংঘের সদস্যদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংগঠনটির সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সবাইকে টিকা গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে। টিকা নিতে হলে আগে নিবন্ধন করতে হয়। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ জানে না, কীভাবে নিবন্ধন করতে হয়। এই অবস্থায় গ্রামের মানুষ যাতে সহজে টিকা নিতে পারে সেজন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে টিকার নিবন্ধন করার উদ্যোগ নেয়।
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন মানব কল্যাণ সংঘ গত পহেলা আগস্ট থেকে সংগঠনের সদস্যরা টিকার নিবন্ধন কার্যক্রম শুরু করেন। এরপর থেকে তারা প্রতিদিন সকালে গ্রামের মানুষের বাড়িতে গিয়ে সুরক্ষা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে নিবন্ধন করে দিচ্ছেন। তাদের এই কার্যক্রমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সহায়তা নেয়া হয়নি। সম্পূর্ণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন সাজুর অর্থায়নে।
সুবিধাভোগীর বলেন, করোনার ভ্যাকসিন নিতে হলে আগে রেজিস্ট্রেশন করা লাগে। কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা আমরা জানতাম না। অনেকটা দুশ্চিন্তায় ছিলাম। হঠাৎ সাজ্জাদ হোসেন সাজু আমাদের বাড়িতে এলেন। তারা আমাদের করোনার টিকা গ্রহণের জন্য উৎসাহ দিয়ে ফ্রিতে টিকার রেজিস্ট্রেশন করে দিয়েছেন এবং কার্ডও দিয়ে গেছে। এখন আমরা সহজে টিকা নিতে পারবো। এই সুযোগ করে দেওয়ার জন্য সাজুকে ধন্যবাদ।
উল্লেখ্য সাজ্জাদ হোসেন সাজু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী।
Leave a Reply