1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে “হাসি-মুখ” এর বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :

যশোরে “হাসি-মুখ” এর বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার।। হাসি-মুখ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
১৬ আগষ্ট ও ১৭ আগষ্ট ২ দিনব্যাপী যশোরের প্রাণকেন্দ্র দড়াটানার মোড়ে সকাল ৯ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত সকল স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন, টিকা কার্ড প্রিন্ট সেবা, টিকা সম্পর্কিত সকল ধরনের তথ্য প্রদান, ফ্রি মাস্ক প্রদান এবং করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ক্যাম্পেইন করা হয়েছে। উক্ত ক্যাম্পেইনে ২০০ এর অধিক মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে।

” হাসি-মুখ ” আর্ত মানবতার সেবাই উন্মোচিত এক নতুন দিগন্ত এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। ” হাসি-মুখ ” সংগঠন এছাড়া ও বিভিন্ন ধরনের মানব কল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।

ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের সময় উপস্থিত ছিলেন ,হাসি-মুখ এর সভাপতি ফারহান কাশেম অয়ন, সহ সভাপতি আহনাফ শাকিল, সাধারন সম্পাদক মুরসালিন হাবিব , সাংগঠনিক সম্পাদক রাবেয়া খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ান্তি অতিথী, অর্থ সম্পাদক মোঃ সুমন আহমেদ সজীব , প্রচার সম্পাদক আফসানা আক্তার মিম , ত্রাণ ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ লাল রহমান এবং সাধারণ সদস্য বৃন্দ শারিকা মোকাররমা, ফাতেমা মেহজাবিন সহ হাসি-মুখ সংগঠনের সদস্যবৃন্দ।
উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী সায়েমুজ্জামান। তিনি বলেন, আমরা ৭১ এ ফিরে যেতে পারবো না, তবে বর্তমানে করোনার সাথে লড়াইয়ে জয়ী হতে দেশ ও দেশের মানুষের জন্য মানব সেবা করার এটাই উপযুক্ত সময়।জীবন রক্ষাকারী করোনা ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফল করতে ” হাসি-মুখ ” এর এমন সহায়ক ভূমিকা পালন করার বিষয়টি অত্যন্ত প্রশংসার দাবিদার।
উক্ত প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কপোতাক্ষ লায়ন্স আই এন্ড ডায়াবেটিক হসপিটাল এর প্রেসিডেন্ট জনাব মোঃ শফিকুর রহমান। তিনি বলেন, ইট, পাথরের এই শহরে এখন ফ্রি জিনিসটাই অনেকটা স্বপ্নের মত। তবুও করোনা মহামারীতে হাসিমুখের বিনামূল্যে সেবা প্রদানের এমন মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। “হাসি-মুখ ” এর সাথে পূর্বে ও ছিলাম, বর্তমানে ও আছি এবং ভবিষ্যতেও সাথে থাকার আহ্বান ব্যক্ত করছি।

উক্ত প্রোগ্রাম সম্পর্কে জানতে চাইলে , ” হাসি-মুখ ” এর সভাপতি ফারহান কাশেম অয়ন বলেন, ক্যাম্পেইনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি মানুষদের। সাথে অজস্র সাপোর্ট পেয়েছি যশোর জেলা প্রশাসন এবং যশোর জেলা পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। ভালো কাজ করার মধ্যে অসাধারণ একটা আত্মতৃপ্তি কাজ করে। আমাদের এই মহতী উদ্যোগ গুলো আমরা আগামীতেও চলমান রাখতে চাই ।আমরা সকলে দোয়াপ্রার্থী।

‘বাণী চিরন্তন’

তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ঐ দুই বন্ধু একে অপরের ঘনিষ্ট বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছ।

-রেদোয়ান মাসুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
01 যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। - হযরত মোহাম্মদ (সাঃ)।

02`একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে, আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য নিখুঁত প্রার্থী হয়ে উঠবেন।-সুজি কাসেম।

আজকের দিন তারিখ

  • শনিবার (সন্ধ্যা ৬:৪৩)
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

153
Live
visitors
নিজের উচ্চতা আড়াই ফুট, কিন্তু তার আবিস্কারের উচ্চতা আকাশ ছোঁয়া!
লিচুতলা ব্রিজের রাস্তা ধ্বস- শহর থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে ৩ টি গ্রাম
যশোর জেলা আ লীগ সভাপতির তাণ্ডব, শহীদ পরিবারের বাড়িঘর ভেঙে লুটপাট
©All rights reserved © 2020 Channel Durjoy চ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme