1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
৯২ বছরে পঞ্চমবার বিয়ে করছেন রুপার্ট মারডক - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :

৯২ বছরে পঞ্চমবার বিয়ে করছেন রুপার্ট মারডক

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ

৯২ বছর বয়সে আবারও বাগদান করেছেন মিডিয়া মোগল রুপার্ট মারডক। বান্ধবী এলেনা জুকোভার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছে এই ধনকুবেরের কর্মকর্তারা। খবর সিএনএনের।

নব্বইয়ের ঘরে পা দেয়া রুপার্ট মারডক ৬৭ বছর বয়সী এলেনা জুকোভার সঙ্গে প্রেম করছেন বলে কয়েক মাস ধরে বাতাসে গুঞ্জন ভাসছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।

এক বছরের মধ্যে এটি মারডকের দ্বিতীয় বাগদান। গত বছরের মার্চে মারডক বিয়ে করার পরিকল্পনা করেছিলেন ৬৬ বছর বয়সী অ্যান লেসলি স্মিথকে, যিনি একসময় সান ফ্রান্সিসকোর পুলিশ চ্যাপলেইন (বিশেষ পরামর্শক) ছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ পর তাদের বাগদান ভেঙে যায়।

ধারণা করা হয়, সেই ভাঙ্গনের পরপরই জুকোভার সঙ্গে অস্ট্রেলীয় বংশোদ্ভূত মারডকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুকোভা অবসরপ্রাপ্ত রুশ আণবিক জীববিজ্ঞানী।

চলতি বছর ক্যালিফোর্নিয়াতে মোরাগা ভিনিয়ার্ডে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা। এটি মারডকের পঞ্চম বিয়ে হতে যাচ্ছে তবে ষষ্ঠ এনগেজমেন্ট। বাগদত্তা জুকোভারও এর আগে বিয়ে হয়েছিল। রাশিয়ার তেল ব্যবসায়ী আলেক্সান্ডার জুকোভ তার সাবেক স্বামী।

উল্লেখ্য, ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের পত্তন ঘটান রুপার্ট মারডক। ১৯৬৯ সালে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ও ‘দ্য সান’ নামে দুটি সংবাদপত্র কেনেন তিনি। পরে ‘নিউইয়র্ক পোস্ট’ ও ‘ওয়াল স্ট্রিট জার্নাল’সহ কয়েকটি মার্কিন সংবাদ প্রতিষ্ঠানও কিনে নেন নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারডক।

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকপ্রিয় চ্যানেল ‘ফক্স নিউজ’ চালু করেন এই চিরসবুজ বৃদ্ধ। ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন ‘নিউজ করপোরেশন’। গত বছর ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়ে ছেলে লাচলানের হাতে দায়িত্ব ছেড়ে দেন।

‘বাণী চিরন্তন’

তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ঐ দুই বন্ধু একে অপরের ঘনিষ্ট বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছ।

-রেদোয়ান মাসুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
01 যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। - হযরত মোহাম্মদ (সাঃ)।

02`একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে, আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য নিখুঁত প্রার্থী হয়ে উঠবেন।-সুজি কাসেম।

আজকের দিন তারিখ

  • বুধবার (রাত ৯:৪৭)
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

192
Live
visitors
©All rights reserved © 2020 Channel Durjoy চ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme