দুর্জয় ডেস্ক : দীর্ঘ ৬ বছর গেল ৫ ফেব্রুয়ারি যশোর জেলা যুবদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদ ও জেলা ছাত্রদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন রাজিদুর রহমান সাগর।
তবে এটি দলের সাথে বন্ধন ছিন্ন করার জন্য নয় । সোমবার ( ১৭ ই ফেব্রূয়ারি ) জেলা স্বেচ্ছাসেবক দলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । ওই কমিটিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর কে সদস্য সচিব করায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন ।এখন থেকে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ।
এছাড়া সেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কমিটিতে ওই দলটির’ই পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালকে আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানাকে যুগ্ম আহবায়ক করে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান ।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply