1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ঝিনাইদহে সরকারি গাড়িতে ১৫০ বোতল ফেনসিডিল, আটক ৩ - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :

ঝিনাইদহে সরকারি গাড়িতে ১৫০ বোতল ফেনসিডিল, আটক ৩

  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে একটি সরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৬ । এ সময় গাড়ির চালকসহ মোট তিনজনকে আটক করা হয়।

শনিবার (৯ মার্চ) ভোরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে অভিযান পরিচালনাকালে এসব মাদক উদ্ধার করা হয়। গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ঝিনাইদহ র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সরকারি দফতরের গাড়িতে ফেনসিডিল বহন করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে মধুপুর বাজার এলাকায় ঢাকা মেট্রো ঘ ১৫-৭৭২৪ নম্বরের কালো রঙের পাজেরো গাড়িটি থামানো হয়। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে গাড়িটি সড়ক ও জনপদ বিভাগের, যা সরকারি কাজে ব্যবহার করা হতো। তবে তাদের নাম পরিচয় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরো সংবাদ

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
558
5332685
Total Visitors
নিজের উচ্চতা আড়াই ফুট, কিন্তু তার আবিস্কারের উচ্চতা আকাশ ছোঁয়া!
©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় দীর্ঘজীবি বিপ্লবের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme